সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর (Durgapur) সিটি সেন্টার এর পলাশ ডিহাতে আদিবাসী মিলন মেলার (Indigenous Milon Mela) শুভ সূচনা করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখেন অনুব্রত। আদিবাসী নেতা সুনীল সোরেন এর আমন্ত্রণে এদিন দুর্গাপুরে আসেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনি বলেন ডেউচা পাচামিতে যে প্রকল্প হচ্ছে তার দায়িত্ব তিনি আদিবাসী নেতা সুনীলকে দিয়েছেন। তাই সুনীলের আমন্ত্রণ কে তিনি না বলতে পারেননি, জেলাশাসকের জরুরী মিটিং পিছিয়ে দিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন আদিবাসী ভাই ও বোনেদের জন্য।
আগামী বছর এই মিলন মেলা (Indigenous Milon Mela)বিভিন্ন জেলার আদিবাসীদের নিয়ে আরো বড় করে করার উদ্যোগ নিতে তিনি আদিবাসী নেতা সুনীলকে দায়িত্ব দেন। সারা জীবন মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে থেকেই কাজ করতে চান। কোনো মন্ত্রী বা সাংসদ হয়ে নয় এটা স্পষ্ট করে দেন আজ অনুব্রত।
আরো পড়ুন:- অভিযান চালিয়ে বেআইনিভাবে তৈরি করা দোকান ভাঙলো আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি
আজ এই অনুষ্ঠানে দুর্গাপুরের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু কাউন্সিলার উপস্থিত ছিলেন। এই আদিবাসী মিলন মেলা চলবে আগামী 31 তারিখ পর্যন্ত পলাশডিহা গ্রামের মাঠে।