সংবাদাতা, দুর্গাপুর:- মঙ্গলবার অভিযান চালিয়ে বেআইনিভাবে তৈরি করা দোকান ভাঙলো আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (ADDA) আধিকারিকরা । দুর্গাপুরের (Durgapur) এম এ এম সি (MAMC) টাউনশিপের বি.টু বাজার সংলগ্ন এলকায় অবৈধ জমির ওপর দীর্ঘদিন ধরে বহু দোকান গজিয়ে ওঠে। মঙ্গলবার সকালে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (ADDA)তরফ থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়।
ভেঙে ফেলা দোকানের মালিকরা জানিয়েছেন তাদের দোকান ভেঙে ফেলার ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষই। তাদের দাবি যে ৩০বছর পুরনো যে সমস্ত দোকান ভাঙ্গা পড়লো তার পরিবর্তে কর্তৃপক্ষের তরফ থেকে নতুন করে দোকান করে দিয়ে তাদের কর্মসংস্থান রুটি-রুজির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এর পাশাপাশি এমএএমসি কোয়ার্টারে (MAMC Quarter) অবৈধভাবে যারা বসবাস করছিল গত পরশুদিন তাদের নোটিশ দেওয়া হয়েছিল। আজ সকালে এডিডিএ প্রশাসনকে সাথে নিয়ে অবৈধভাবে যারা বসবাস করছিলেন তাদের জিনিসপত্র বের করে দেওয়া হয়।
কোয়ার্টার এর বেআইনি ভাবে বসবাস করা এক জন জানান গত পরশু দিন নোটিশ দেওয়া হয় ঘর ছেড়ে দেওয়ার জন্য। আজ বলা হয় ঘর খালি করে দেওয়ার জন্য। এতো অল্প সময় আমরা কোথায় যাবো,কোথায় থাকবো। আমাদের বৌ-বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হবে।তারা আধিকারিকদের কাছে অনুরোধ করেন যাতে তাদের আরো কিছু দিন সময় দেওয়া হোক যাতে তারা তাদের জিনিসপত্র নিয়ে অন্য কোথাও যাতে ব্যবস্থা করে চলে যেতে পারেন।