সংবাদাতা,পূর্ব বর্ধমান:- সাতদিন আগে বাংলাদেশ (Bangladesh) থেকে এদেশে ঢোকার পর অবশেষে সোমবার রাতে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার থানার পুলিশের হাতে ধরা পড়ল অনুপ্রবেশকারী যুবক।ধৃত যুবকের নাম অজিত বিশ্বাস(২৯)।বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার সাহিলকোপা থানা এলাকায়।
সোমবার রাতে ভাতারের আমারুণ এলাকায় পুলিশের টহলদারি ভ্যানটি যখন ঘুরছিল তখন এওড়া গ্রামের কাছে ওই বাংলাদেশী (Bangladeshi) যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের জেরার মুখে পড়ে জানায় বাংলাদেশের একজন দালালকে ৮৫০০ বাংলাদেশী টাকা ঘুষ দিয়ে এদেশে ঢুকেছিল সে।মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে (Burdwan Court) পাঠায় পুলিশ।
ঘটনা সুত্রে জানাযায়, সোমবার গভীর রাতে ভাতারের এওড়া গ্রামের কাছে পুলিশের টহলদারি ভ্যানটি যাওয়ার সময় ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় অবৈধভাবে এদেশে সে প্রবেশ করেছিল ।তারপর তাকে গ্রেফতার করা হয়।দালালের হাতে সাড়ে আট হাজার টাকা দিয়ে ভারতে ঢুকেছিল ধৃত বাংলাদেশী যুবক।