সোমনাথ মুখার্জী,অন্ডাল:- সোমবার রাতে অন্ডাল (Andal) ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার কর্মীর সহযোগিতায় বাড়ি ফিরল এক মহিলা। গতকাল রাত্রে অন্ডাল উখড়া রোডের কালভার্টে সাইডে এক মহিলাকে পড়ে থাকতে দেখে ,অন্ডাল ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার কর্মীরা।
তৎক্ষণাৎ অন্ডাল ট্রাফিক থানাতে (Andal Traffic Police Station) নিয়ে আসে এবং মহিলার সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি কাজোরা গ্রামে। ওই গ্রামে কর্মরত সহকর্মীদের কাছ থেকে মহিলার বাড়ির ঠিকানা পাওয়া যায় এবং বাড়িতে খবর দেওয়া হলে বাড়ির লোক এসে ওই মহিলাকে নিজের বাড়িতে নিয়ে যায়। মহিলার নাম ছবি রুইদাস। কাজোরা রুইদাস পাড়ায় বাড়ি । ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।
অন্ডাল ট্রাফিক গার্ড এর সিভিক ভলেন্টিয়ার কর্মীরা জানান গতকাল রাতে টহল দেওয়ার সময় তারা অন্ডাল উখড়া রোডের কালভার্টে সাইডে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে তার সাথে কথা বলে জানাজায় তার বাড়ি কাজোরা গ্রামে।
এর পর বাড়ির লোকের সাথে যোগাযোগ করাহয় এবং বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়। তারা জানান যেখান থেকে ওই মহিলা কে উদ্ধার করা হয়েছে তার পাশের রয়েছে জঙ্গল,এবং সাপের আড্ডা ,আমরা যদি তাকে দেখতে না পেতাম তাহলে যে কোনো বিপদ ঘটে যেতে পারতো।