সংবাদাতা,পূর্ব বর্ধমান:- দিল্লীতে (Delhi) আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের (Burdwan Hospital) জুনিয়র ডাক্তাররা। বর্ধমান হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্দোলনে সামিল হন তারা। হাতে পোস্টার নিয়ে বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা আন্দোলনে নামেন।
জুনিয়র ডাক্তারদের দাবি দিল্লীতে (Delhi) তাদের সহ কর্মীদের ওপর অন্যায় ভাবে লাঠিচার্জ করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে গোটা রাজ্যজুড়ে এই আন্দোলন চলছে বলে জানান তারা। জুনিয়র ডাক্তারদের এই বিক্ষোভের ফলে আংশিকভাবে ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।
আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলেন যে, আমরা এতদিন ধরে মানুষকে সেবা করার পরেও, কভিড এর ফাস্ট এবং সেকেন্ড ওয়েভের পরেও যখন আমরা বলেছি যে আরো বেশি ডাক্তার দরকার মানুষের সেবার জন্য। কারণ তারাই সুবিধা পাচ্ছেনা, তখন কালকে যেভাবে আমাদের ডাক্তার বন্ধুদের গায়ে হাত তোলা হয়েছে।পুলিশ দিয়ে বর্বরোচিতভাবে যেভাবে অন্যায় ভাবে ডাক্তারদের সঙ্গে ব্যবহার করা হয়েছে।
তাতে শুধু আমাদের নয়,মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উচিত সরকার কে বোঝানো যে এইরকম একটা পরিস্থিতিতে যাদের কে ভগবান বলে মনে করা হচ্ছে তাদেরকে এভাবে মারধর করা যায় না। এটা উচিত নয়। এত কিছুর পরও তারা যে ভাবে সেবা দিয়েছে তাদের এভাবে মারধর করা যায় না। সেই কারণে আজ এই প্রতিবাদ। আমরা সবাই এক হয়ে লড়াই করবো।
আরো পড়ুন:-করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী,ভর্তি হাসপাতালে
যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি জরুরী পরিষেবা বিভাগ স্বাভাবিক রয়েছে তবে এই আন্দোলনের ফলে অন্যান্য বিভাগের ক্ষেত্রে সমস্য হতে পারে। উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে।