ওয়েবডেস্ক:- বিসিসিআই (BCCI) সভাপতি এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিসিসিআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।সৌরভ করোনার টিকার (Covid Vaccine) দুই ডোজ নিয়েছেন। তিনি সম্প্রতি পেশাগত কারণে বিভিন্ন জায়গায় যাতায়াত করছিলেন।
আরটি-পিসিআর (RT-PCR)পরীক্ষা পজিটিভ হওয়ার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৪৯ বছর বয়সী সৌরভকে (Sourav Ganguly) সোমবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়।সৌরভ বর্তমানে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।
প্রসঙ্গত এই বছরের শুরুতে তাকে দুবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় তার এনজিওপ্লাস্টি করা হয়।বছরের শুরুর দিকে সৌরভের দাদা স্নেহাশিষ গাঙ্গুলীও করোনাক্রান্ত হযেছিলেন।