নীলেশ দাস ,আসানসোল:-আসানসোল পৌর নিগম নির্বাচনের (Asansol Municipal Corporation Election) মনোনয়ন পত্র তুলতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।গত সোমবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যের পৌর নির্বাচনের দিনক্ষণ। সেই মতেই মঙ্গলবার সকাল থেকেই আসানসোল পৌর নিগমের অন্তর্গত আসানসোল সেন্ট জোসেফ হাই স্কুলে নিজেদের মনোনয়ন পত্র তুলতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
প্রসঙ্গত,সোমবার বিকেলে রাজ্যের চারটি পৌরসভার দিন ঘোষণা হয়। পাশাপাশি মঙ্গলবার ২৮ শে ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই হিসেবেই মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্রটিতে সাজ সাজ রব। সকাল থেকেই আসানসোলের কর্পোরেশনের মনোনয়ন কেন্দ্র সেন্ট জোসেফ স্কুল পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
যদিও কোন দলের পক্ষ থেকে নাম ঘোষণা না হওয়ার ফলে অনেকেই এই মনোনয়ন কেন্দ্র থেকে মনোনয়নপত্র তুলতে দেখা যায়। এদের মধ্যে বিজেপি দলের কয়েকজন কেও দেখা যায় মনোনয়নপত্র তুলতে। বেলা বাড়লেও কেউ মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়নি, যদিও এই মনোনয়ন কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ টি টেবিল করা হলেও এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনের লোকজন বসে থাকলেও দেখা নেই ভোটযুদ্ধে লড়তে আসা কোন সৈনিকের।
আরোপড়ুন:-পাণ্ডবেশ্বরে দুর্গা মন্দিরের শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
তাদের মধ্যে কেউবা নিদল তো কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী। তবে এখনো পর্যন্ত রাজ্যের পৌর নির্বাচন নিয়ে কোন প্রাথী তালিকাই ঘোষণা করেনি কোন রাজনৈতিক দলই।