নীলেশ দাস, আসানসোল :-বছর শেষে জমজমাট পর্যটকের ভীর মাইথনে (Maithon Dam)।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কয়েকটি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটন কেন্দ্র মাইথনে।বছর শেষে জমজমাট হয়ে উঠেছে পশ্চিম বর্ধমানের মাইথন (Maithon Dam) পর্যটন কেন্দ্র। এখানে বহু দূরদূরান্ত থেকে মাইথনে পর্যটকদের (Tourists) ভিড় জমেছে বছরের শেষ দিকে।আর শান্তি বজায় রাখতে পুলিশের কড়া নজরদারি।পুরোপুরি ভাবে বন্ধ করা হয়েছে মাদক দ্রব্য।
কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে পিকনিক স্পট থেকে প্রায় ২৫ জনকে মদ্যক অবস্থায় গ্রেপ্তার করা হয়। বলা যেতেই পারে যে শীতের মরসুমে এমনিতেই সব পর্যটন কেন্দ্রেই ভিড় জমায় বহু মানুষ। দিঘা (DIgha) মন্দারমনি (Mandarmani) থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের কল্যানেশ্বরি সংলগ্ন মাইথন (Maithon Dam)। চলে পিকনিক। প্রত্যেক বছরের মতো এবারেও বছরের শেষের দিকে মাইথন পর্যটন কেন্দ্রে বহু দূরদুরন্ত থেকে পর্যটকরা ঘুরতে বা পিকনিক করতে আসে মাইথনে।আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কয়েকটি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেমন পর্যটক দের আনাগোনার সংখ্যাও বেড়েছে সাথে বেড়েছে যানবাহন ও পর্যটক দের যাতায়াত।আর তাই যাতায়াত করার রাস্তা অর্থাৎ মাইথন পিকনিকস্পটে যাওয়ার কাঁচা রাস্তা টি মাটি দিয়ে ভালো করে মেরামতি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে পর্যটকদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন না হয়।পর্যটকদের নিরাপত্তা বাড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।একই সাথে পিকনিক স্পট গুলিতে মদ্যপানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে যাতে পর্যটন কেন্দ্রে শান্তি সিঙ্খলা বজায় থাকে।পর্যটক দের সুবিধার জন্য পুলিসি সহায়তা কেন্দ্র বুথ স্থাপন করা হয়েছে।পর্যটক দের মৌলিক সুযোগ সুবিধা এবং টয়লেট সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের কাছেও যোগাযোগ করা হয়েছে।
এইসময় পর্যটকের সংখ্যা বাড়তে থাকাতে কল্যাণেশরী মন্দির সংলগ্ন এলাকা ও মাইথন পর্যটন কেন্দ্রে যানজট এড়াতে যানজট মুক্তি করতে আপাতত যানবাহন পার্কিং করার জায়গা চিন্নিত করা হয়েছে এবং উন্নত করা হয়েছে।একই সাথে পুলিশের পক্ষ থেকে সিট বেল্ট বেঁধে আস্তে গাড়ি চালানো ও বলা হচ্ছে ট্রাফিক সিগনেল মেনে গাড়ি চালাতে।
আরোপড়ুন:-আসানসোল পৌর নিগম নির্বাচনের মনোনয়ন পত্র তুলতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা
মোটর বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর কোথাও বলা হয়েছে।মাইথন পর্যটন কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত নজরদারি চালান এসিপি ট্রাফিক ওয়ান দেবরাজ দাস ও এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ আরো বিভিন্ন আধিকারিকরা।সব মিলিয়ে বছর শেষে জমজমাট মাইথন।