Type Here to Get Search Results !

রাতের অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে লুট করলো দুস্কৃতিরা



নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- রাতের অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে অলংকার সামগ্রী লুট করলো দুস্কৃতিরা । সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি  থানার কাইতি বাজারে । এই ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  


দোকানে চুরির বিষয়ে মাধবডিহি থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী রামকৃষ্ণ মণ্ডল ও তাঁর ছেলে অমিত মণ্ডল । পুলিশ সোনার দোকানে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুস্কৃতিরের কেউ ধরা পড়ে নি বলে জানা গিয়েছে ।


রায়না থানার সেহারাবাজার পঞ্চায়েতের রামপুর গ্রামে বাড়ি স্বর্ণ ব্যবসায়ী রামকৃষ্ণ মণ্ডলের । মাধবডিহির কাইতি বাজারে রয়েছে তাঁর সোনা রুপোর গহনার দোকান । দীর্ঘ ৩৫ বছর ধরে রামকৃষ্ণ বাবু ওই দোকান চালাচ্ছেন । 


এখন রামকৃষ্ণবাবু ও তাঁর ছেলে অমিত মণ্ডল মিলে দোকান চালান । অন্যান্য দিনের মত সোমবার সন্ধ্যার পর তাঁরা তাঁদের দোকান বন্ধ করে রায়নার বাড়িতে চলে যান ।গভীর রাতে দুস্কৃতিরা  সোনার দোকানে লুটপাট চালায়। 


অমিত মণ্ডল  জানিয়েছেন ,মঙ্গলবার ভোর ৪ টের পর তিনি তাঁদের দোকানে চুরি হওয়ার কথা সিভিকভলেন্টিয়ার মাধ্যমে জানতে পারেন ।তার পর তিনি ও তাঁর বাবা দোকানে যান।দোকানে গিয়ে দেখেন দোকানের সাটার ছাড়াও আরও দুটি দরজা ভেঙে দুস্কৃতিরা দোকানের ভিতরে ঢুকেছিল  ।


দোকান থেকে দুস্কৃতিরা প্রায় ৬-৭ ভরির মত রুপোর গয়না নিয়ে গেছে।এছাড়াও ধনতেরাশের সময় তৈরি করে রাখা হাল্কা ওজনের  রূপোর লক্ষ্মী ও গনেশের কিছু মূর্তি ও সিটিগোল্ডের অলংকার দুস্কৃতিরা নিয়ে গিয়েছে । অমিত বলেন , রাতে টাকা পয়সা তাঁরা দোকানে রাখতেন না । চুরি যাওয়া সব সামগ্রীর মূল্য ১৫-২০ হাজার টাকার মতো হবে ।অমিত এও বলেন ,দুস্কৃতিরা সশস্ত্র অবস্থায় ছিল বলে তিনিও জানতে পেরেছেন । 


সোনার দোকানে চুরির ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়ে এদিনই মাধবডিহি থানায় পৌছান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় , এসডিপিও ( বর্ধমান দক্ষিণ ) আমিনুল ইসলাম খান সহ অন্য পুলিশ  কর্তারা । অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন , ঘটনার তদন্ত শুরু হয়েছে । যে সিভিক ভলেন্টিয়ারা ডিউটিতে ছিল তাদের সঙ্গেও  কথা বলে ঘটনার বিষয়ে জানা হচ্ছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad