সোমনাথ মুখার্জি, লাউদোহা:- মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার বিডিও অফিসের সামনে এলাকার আশাকর্মীরা বিক্ষোভ দেখান। নিজেদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন ।
মৌসুমী রায় চৌধুরী নামে এক আশা কর্মী দাবি করেন ,রাজ্য সরকার আশা কর্মীদের প্রত্যেক মাসে যে সাড়ে চার হাজার টাকা করে স্টাইপেন্ড দেন সেটা তারা নিয়মিত পান কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা যে স্টাইপেন্ড পাবার কথা সেটা তারা বিগত পাঁচ থেকে ছয় মাস পাচ্ছেন না। তাই তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের সেই বকেয়া টাকা দিতে হবে এবং তাদের একটা মাসিক বেতন ধার্য করতে হবে ,ন্যূনতম একুশ হাজার টাকা।এ ছাড়াও কভিড ডিউটি করার জন্য তাদের নিয়মিত টাকা দিতে হবে।
আরো পড়ুন:- পরিবেশ দূষণ কমানোর লক্ষ্য নিয়ে নিজের উদ্যোগে সচেতনতা প্রচার শুরু করলেন দুর্গাপুরের এক বাসিন্দা
আশা কর্মীদের এই আন্দোলনের পাশে দাঁড়ালেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সৃজিত মুখার্জি তথা তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি সৃজিত মুখার্জি জানান দুর্গাপুর ফরিদপুর ব্লকে মোট 73 জন আশা কর্মী রয়েছেন। তারা রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়মিত পাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়া যে স্টাইপেন্ড সেটা বিগত পাঁচ ছয় মাস পাচ্ছেন না ফলে চরম সমস্যায় তারা। তাই তাদের এই সমস্যায় পাশে দাড়াবে তৃণমূল নেতৃত্ব । সুজিতবাবু বলেন আশা কর্মীদের এ সমস্যা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিক এর সাথে কথা বলা হয়েছে।