তনুশ্রী চৌধুরী,দুর্গাপুর:- ক্রমশই বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। উষ্ণায়ন রোধ করতে এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্য নিয়ে নিজের উদ্যোগে দুর্গাপুর মহকুমা জুড়ে সচেতনতা প্রচার শুরু করলেন দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন বাউড়ি।
তপন বাউরী জানিয়েছেন বিভিন্ন পঞ্চায়েত এবং মহাকুমার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। বর্তমানে সময় ও খরচ বাঁচানোর জন্য অধিকাংশ কৃষক মেশিনের দ্বারা ধান কাটার কাজ করছে।
যার কারণে অধিকাংশ মাঠে পড়ে থাকে ধানের অবশিষ্ট অংশ।সেই অবশিষ্ট অংশ অর্থাৎ ধানের খড় ধান মাঠে পড়ে থাকার ফলে সেগুলি জ্বালিয়ে দেয় কৃষকেরা।
প্রশাসনের পক্ষ থেকে ধান মাঠে নাড়া পোড়ানোর জন্য বারবার নানান ভাবে প্রচার করা হলেও একইভাবে কৃষকেরা প্রশাসনের নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে মাঠেই নারা পোরায়।
আরো পড়ুন:- রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে তিন বছর আগে, কিন্তু এখনো তৈরি হয়নি কার্লভাট , নাকাল হচ্ছে এলাকাবাসীরা
যার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হয় অপরদিকে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পায়। সেই কারণে তিনি কৃষকদের সচেতন করতে নিজেই সচেতনতা প্রচারে বেরিয়ে পড়েন।
মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর মহাকুমার বিভিন্ন প্রান্তে তিনি কৃষকদের সাথে কথা বলে তাদের সচেতন করেন।