শুভময় পাত্র,বীরভূম:- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর রবীন্দ্রবীথি বাইপাসে। ভয়াবহ এই দুর্ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বোলপুরে।
মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের বোলপুর রবিন্দ্রবীথি বাইপাস মোড়ে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু রাজেশ সিং নামে এক ব্যক্তির। গুরুতর আহত আরো এক আরোহী মুন্না সাউ কে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে, পরিস্থিতির অবনতি দেখা দিলে তাকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। স্থানীয় সূত্রে খবর, একটি স্কুটি গাড়িতে করে রাজেশ সিং ও মুন্না সাউ যাচ্ছিল। উল্টোদিকে একটি দ্রুতগতিতে আসা একটি বাইক ধাক্কা মারে স্কুটি টাকে।
বাইক আরোহীরা পালিয়ে গেলেও ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে স্কুটির দুই আরোহী। স্থানীয় মানুষদের তৎপরতায় বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাজেশ সিং কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন:-রাতে অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে লুট করলো দুস্কৃতিরা
অন্যদিকে মুন্না সাউ কে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। পুরো ঘটনায় তদন্ত নেমেছে বোলপুর থানার পুলিশ। কারণ ওই বাইক টি কার ? কারা ছিল সেই বাইক আরোহী তা তদন্ত করে দেখছে পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বোলপুর হাটতলা এলাকায়।