নীলেশ দাস, আসানসোল:- জল প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, আসানসোল হীরাপুরের সূর্য নগরে। পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী আসানসোল পৌর নিগম।সূর্য নগর ও বরাচক জল প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে ও ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক।
রবিবার আসানসোল হীরাপুরের সূর্য নগরে জল প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। প্রায় ১ লক্ষ্য ২১ হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এই পরিশুদ্ধ পানীয় জল। ইতিমধ্যেই আসানসোল পৌর নিগম কাজ শুরু করে দিয়েছে।
পাশাপাশি এও জানান যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের কাছ থেকে ৫০০ টাকার বিনিময়ে তাদের বাড়িতে কানেকশন করে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে পৌর নিগম। পানীয় জল প্রথম মানুষের চাহিদা এই পানীয় জল যদি শিল্পাঞ্চলের সবার বাড়িতে পৌঁছে দিতে পারি তাহলে জল কষ্ট দূর হয়ে যাবে বলে এদিন জানান তিনি।
আরোপড়ুন:-আসানসোলের কেন্দা এলাকায় পরিতক্ত খনি গর্ভে ফের জ্বলে উঠল আগুন
রাজ্যের মন্ত্রী ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের আধিকারিকরা।