তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।রবিবার কাঁকসার প্রয়াগপুর মোড়ের কাছে একটি ভাড়া বাড়ি থেকে বছর ৬৫-র অন্ন দাস নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরোপড়ুন:-আসানসোলে জল প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক
কি কারণে ওই মহিলার মৃত্যু ঘটেছে তার সঠিক কারণ জানা যায় নি। প্রতিবেশী সূত্রে জানা গেছে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যা বেলায় তাকে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।