Type Here to Get Search Results !

পৌর নিগম নির্বাচনের আগে আসানসোলে বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে



নীলেশ দাস, আসানসোল:-আসানসোলে (Asansol) পৌর নিগম নির্বাচনের আগে বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে। আসানসোলের রবীন্দ্র ভবনে যোগদান মেলায় যোগ দিলেন কংগ্রেসের জনপ্রিয় নেত্রী ইন্দ্রানী মিশ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এদিন যোগ দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে।


আসানসোল পৌর নিগম নির্বাচনের আগে বিরোধীদের ধাক্কা তৃণমূল কংগ্রেসের। রবিবার আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র মানিক মালাকার এবং কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় নেত্রী ইন্দ্রানী মিশ্র আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের আয়োজিত যোগদান মেলায় তৃণমূলে যোগ দেন। এর পাশাপাশি জামুড়িয়া ও বার্নপুর থেকেও বিপুল সংখ্যক কার্যকর্তা অংশগ্রহণ করেন এই যোগদান মেলায়।


এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেভাবে বিজেপিকে পরাজিত করেছিল, তাতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে, ২০২৪ সালেও বিজেপি ক্ষমতা থেকে উৎখাত হবে এবং দিদি প্রধানমন্ত্রী হবেন। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।


অন্যদিকে ইন্দ্রানী মিশ্র বলেন যে, আমরা যখন কলেজে পড়তাম এবং ছাত্র রাজনীতি করতাম তখন বর্ধমান বিশ্ববিদ্যালয় গিয়ে পড়াশোনা করতে হত। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সবাই পড়াশোনা করতে পারছেন। বাইরে থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসছেন যা সত্যি গর্বের বিষয়। নতুন দলে যোগদান করেছি উন্নয়নের ধারাবাহিকতা কে এগিয়ে নিয়ে যেতে। দলীয় নেতৃত্ব যেভাবে বলবেন এবং যে দায়িত্ব দেবেন তা অবশ্যই পালন করব।


এদিকে দীর্ঘদিনের বাম রাজনীতির সাথে জড়িত মালিক মালাকার বলেন যে, 'বর্তমানে তৃণমূল সরকার এবং তৃণমূল দল যেভাবে এবং যে নীতি নিয়ে এগিয়ে চলেছে সেই উন্নয়নের ধারাবাহিকতাকে দেখেই সবার পরামর্শে যোগ দিলাম তৃণমূলে' বলে জানান তিনি।

আরোপড়ুন:- পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারিতে কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হলো

এদিন যোগদান মেলায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগম প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, প্রাক্তন বরো চেয়ারম্যান অনিমেষ দাস, লক্ষণ ঠাকুর, গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল নেতৃত্ব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad