সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- রবিবার পাণ্ডবেশ্বরের (Pandabeswar) সোনপুর বাজারি কোলিয়ারিতে হয়ে গেল তৃণমূলের শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সভা। এই সভায় উপস্থিত ছিলেন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এ ছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এই সভায় কীভাবে শ্রমিক সংগঠনকে আরও মজবুত করা হবে ও এই সংগঠন কীভাবে আগামী ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পাশে থাকবে সেসব বিষয়ে আলোচনা করা হয় এদিন ।
আরো পড়ুন:- খন্ডঘোষের আমরাল দিঘি পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা
সভা শেষে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান ,বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পর আসানসোলের সাংসদ পদ ছেড়েছেন। সেই পদের প্রার্থীর ভোট রয়েছে কীভাবে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস তৃণমূলের পাশে থাকবে এসব বিষয়েই আজ আলোচনা করা হল। রবিবারের এই সভায় দুই বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক।