তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- করোনার সমস্ত বিধিনিষেধ মেনে ইতিমধ্যে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় খোলা হয়েছে। শুরু হয়ে গেছে বিদ্যালয়ের পঠন পাঠন। কিন্তু এখনো পর্যন্ত বিদ্যাললয়ে ছাত্র ছাত্রীর উপস্থিতির হার অনেকটাই কম। তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নিতে শনিবার কাঁকসার বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের অবিভাবকদের সাথে কথা বলেন।
কি কারনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসছে না সেই বিষয়ে তারা খোঁজখবর নেন। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আশ্বাস দিয়েছেন করোণা আবহে সমস্ত বিধি-নিষেধ মেনে অত্যন্ত সতর্ক ভাবে সমস্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করানো হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের ক্লাস করানো হচ্ছে। ফলে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভয়ের কোন কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন অভিভাবকদের।
কাঁকসার বিরুডিহা গ্রামের এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর জন্য বলেছে। তারাও চেষ্টা করবেন যাতে বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েদের পাঠানো যায়।
বিরুডিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা মুখার্জি জানিয়েছেন তারা সমস্ত শিক্ষক-শিক্ষিকারা কয়েকটি দলে ভাগ হয়ে রাজবাঁধ,বিরুডিহা রাজবাঁধ চটি সহ বেশ কয়েকটি এলাকায় ছাত্র-ছাত্রীদের বাড়ি পৌঁছে তাদের খোঁজখবর নিয়েছেন তবে বিদ্যালয়ে ছেলে-মেয়েদের পাঠানো নিয়ে অভিভাবকদের মধ্যে যথেষ্ট নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ তার।
আরো পড়ুন:- মাক্স না পরার অপরাধে ৩০ জন পর্যটক কে আটক করলো শান্তিনিকেতন থানার পুলিশ
অভিভাবকদের কাছে তিনি আবেদন করেছেন যাতে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে পড়াশোনার জন্য আসে। এবং ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে অভিভাবকরা যাতে নজর রাখেন সেই বিষয়ে আবেদন করেছেন তিনি।