তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত চালকের নাম মমতাজ আহমেদ। তার বাড়ি উত্তরপ্রদেশে।
শুক্রবার রাত্রে বীরভূম থেকে পানাগর আসার সময় একটি ১৮ চাকার লরি নিয়ে পানাগর মোর গ্রাম রাজ্য সড়ক ধরে আসার সময় পুলিশের সন্দেহ হয়।
পুলিশ লরিটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ বুঝতে পারে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরই কাঁকসা থানার পুলিশ ওই লরি চালককে গ্রেপ্তার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।আটক করা হয়েছে লরিটিকেও।