সোমনাথ মুখার্জি, লাউদোহা :- বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ বেসরকারি নিরাপত্তারক্ষীদের।শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা কোলিয়ারির জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসল সংশ্লিষ্ট খনির বেসরকারি নিরাপত্তারক্ষীরা।
বিক্ষোবরত এক বেসরকারী নিরাপত্তা কর্মী ,সৈয়দ আশিক হুসেন জানান,ঝাঁজরা এরিয়ার কর্মরত বেসরকারী নিরাপত্তা রক্ষীদের একাংশ তাদের বকেয়া তিন মাসের বেতনের দাবীতে খনির জেনারেল ম্যানেজারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
নিরাপত্তারক্ষীদের দাবি বিগত তিন মাস ধরে তারা তাদের বকেয়া বেতন পাচ্ছেন না তাই বাধ্য হয়েই তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।খনি কর্তৃপক্ষের সঙ্গে বারংবার বৈঠকের পরও সুরাহা হয়নি বলে দাবি তাদের।
আরো পড়ুন:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ
বিক্ষোভরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি এই ধরনা পথ যদি তাদের সমস্যার সমাধান না হয়,তাহলে আগামী দিনে আমরণ ধর্নায় বসবেন তাঁরা।যদিও বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবির বিষয়ে ইসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।