Type Here to Get Search Results !

দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃতীয় বর্ষের চার ছাত্রের বিরুদ্ধে



নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই কলেজের বিসিএ এর তৃতীয় বর্ষের চার ছাত্রের বিরুদ্ধে।শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড ঘটে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত বিধাননগরের ফুলঝোরের কাছে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। 



ঘটনা সূত্রে জানাযায় শুক্রবার বিকেলে কলেজের ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে টিফিন খাচ্ছিল হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র বাবুল পাল, এরপর তাদের খাওয়া শেষ হয়ে গেলে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিলেন,তখন ওই অভিযুক্ত চার ছাত্র বাবুল কে ডাকে এবং তাকে কিছু প্রশ্ন করে তারা, আর এই প্রশ্নের উত্তর না দেওয়ায় তার উপর চড়াও হয় বলে অভিযোগ। এর পর বাবুল কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।বাবুলের সারা শরীরে আঘাত লাগে বলে অভিযোগ,সাথে সাথে বাবুল কে রক্তাত্ত অবস্থায় বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 



দুর্গাপুরের নিউটাউনশীপ থানায় এরপর কলেজের তরফে সবকিছু জানানো হলে অভিযুক্ত ঐ চার ছাত্রকে আটক করে পুলিশ, কিন্তু রাতে চারজনকেই ছেড়ে দেওয়া হয়, আর শনিবার সকালে এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাবুলের আত্মীয় পরিজনরা, কলেজ কর্তৃপক্ষকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ। 



অবিলম্বে ঐ চার ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় বাবুলের পরিবারের লোকজন, প্রশ্ন তুলতে থাকেন কেন কলেজ কর্তৃপক্ষ আড়াল করার চেষ্টা করছে অভিযুক্তদের।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ আলোচনায় বসেন উত্তেজিত পরিবার পরিজনদের সাথে, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাবুলের পরিবারের লোকজন।পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কলেজ কর্তৃপক্ষ কে।


আরো পড়ুন:- অন্ডালে শুরু হল তিন দিনের কর্মতীর্থ হাট মেলা 


পরিবারের অভিযোগ, কিভাবে কলেজের ভেতর ৱ্যাগিং চলে, আর এই দুঃসাহস কোথা থেকে পায় ছাত্ররা? প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানানো হবে বলেও পরিবারের সদস্যরা জানান। 



অন্যদিকে অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষা ডক্টর অরুনাভা মুখোপাধ্যায় জানান, কলেজের আন্টি ৱ্যাগিং সেল তদন্ত করছে,অভিযুক্ত ছাত্রদের ৪৮ঘন্টার সময় দেওয়া হয়েছে শো কজের জবাব দিতে।গোটা ঘটনায় এখন ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে।প্রশ্ন উঠেছে কেন নিউটাউনশিপ থানার পুলিশ অভিযুক্তদের ছেড়ে দিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad