সোমনাথ মুখার্জী, অন্ডাল :- সরকারি সহায়তায় অন্ডালে শুরু হলো কর্মতীর্থ হাট মেলা। শনিবার মেলার সূচনা করেন জেলাশাসক অরুণ প্রসাদ ও রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি। মেলা চলবে সোমবার পর্যন্ত । এই মেলা স্বনির্ভরতার দিশা দেখাবে বলে জানান জেলাশাসক।
শনিবার অন্ডালের ভাদুর গ্রাম সংলগ্ন কর্মতীর্থ হাট চত্বরে সূচনা হলো তিনদিনের হস্তশিল্প মেলা। প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন জেলাশাসক অরুণ প্রসাদ । উপস্থিত ছিলেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল সহ অন্যরা।
বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান কর্মতীর্থ ভবনে স্থায়ী স্টল রয়েছে চল্লিশটি তার মধ্যে চালু রয়েছে 26 টি স্টল। এছাড়া কর্মতীর্থ চত্বরে মেলায় অংশ নিয়েছে 33 টি অস্থায়ী স্টল। এর মধ্যে 10 টি খাবার ও ২৩ টি অন্যান্য পসরার স্টল রয়েছে।
সোমবার পর্যন্ত মেলাটি চলবে বলে জানান তিনি। এদিন মেলা চত্বরে দেখা যায় হাজারো রকমের পসরা সাজিয়ে স্টল দিয়েছেন শিল্পী-রা। খাবার স্টল যেমন রয়েছে তেমনি অঙ্গসজ্জা, গৃহসজ্জা, পোশাক সহ অন্যান্য পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা।
আরো পড়ুন:- দুর্গাপুর শহর কে রক্ষা করার দাবিতে CPI(M) এর পদযাত্রার ডাক
মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ছাড়াও অংশ নিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে ও।মেলাটি উদ্বোধন করে জেলাশাসক অরুণ প্রসাদ জানান করোনার সংক্রমণ ও তার ফলে লকডাউন এর কারণে বর্তমান সময়ে অনেকে কাজ হারিয়েছেন।লকডাউন আমাদের শিক্ষা দিয়েছে অন্য কাজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার। এই মেলা স্বনির্ভরতার দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি।