সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের দান্য ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল তিন দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সঞ্জয় ও বিশাল মেমোরিয়াল ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা । উদ্যোক্তা পান্ডবেস্বর পুলিশ ও দান্য যুব সমিতি। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় যে দুটি দল অংশ নিয়েছে তারা হলো এবিসিডি প্যান্থার্স ক্লাব কলকাতা এবং সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি বাঁকুড়া। চূড়ান্ত পর্যায়ের এই খেলাটি হয় আট আট ওভারের।
বিজয়ী দলের জন্য রয়েছে ৮০ হাজার টাকার নগদ পুরস্কার ও পরাজিত দলের জন্য রয়েছে ৫০ হাজার টাকার পুরস্কার এছাড়াও সকল খেলোয়াড়ের জন্য ছিল বিশেষ পুরস্কার।ফাইনাল খেলায় জয় লাভ করে সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি বাঁকুড়া।
আরো পড়ুন:- দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ল বর্ধমানেও
আর দিনের চূড়ান্ত পর্যায়ে খেলায় মূল আকর্ষণ ছিল সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর।