Type Here to Get Search Results !

দুর্গাপুরের এক বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠ পৌত্র অশোক রঞ্জন চক্রবর্তী



নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরের এক বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠ পৌত্র  অশোক রঞ্জন চক্রবর্তী।দেওঘর সৎসঙ্গ আশ্রম এর আচার্যদেব অশোক রঞ্জন চক্রবর্তীর প্রয়াণে শোকাহত দেশ-বিদেশের বহু ভক্ত। আজ দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 


ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পৌত্র তথা আচার্যদেব অশোক রঞ্জন চক্রবর্তী জন্ম ১৯৩৩ সালে, বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুরে। বংশপরম্পরায় ঝাড়খণ্ডের দেওঘরে সৎসঙ্গ আশ্রম এর আচার্যদেব হিসেবে পরিচিতি লাভ করেন। দেশবিদেশের অগণিত ভক্তের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন। 


ঝাড়খণ্ডের দেওঘর অঞ্চলে দাতব্য চিকিৎসালয়, নরনারায়ণ সেবাসহ বহু জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজ তাঁর প্রয়াণে শোকোস্তব্ধ সকল ভক্তরা। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর পর তাকে নিয়ে আসা হয় দুর্গাপুরের সৎসঙ্গ আশ্রমে। 


বর্তমান করোনা পরিস্থিতির কারণে বহু মানুষকে এই শেষকৃত্যে আসতে নিষেধ করা হয়েছিল আশ্রম এর পক্ষ থেকে। কিছু সংখ্যক ভক্ত নিয়েই আশ্রম চত্বরেই দাহ করার ব্যবস্থা করা হয় আচার্যদেব কে। তাতেও বহু মানুষ ভিড় করেছিলেন তাকে শেষ দেখা দেখতে। 


তার এই মৃত্যুর সংবাদ পেয়ে ভক্তরা যেমন শোকে আচ্ছন্ন হয়ে পড়েন পাশাপাশি বিভিন্ন রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা পাঠাতে শুরু করেছেন অনেকেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে আচার্যদেবের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন দেওঘর সৎসঙ্গ আশ্রম এর আচার্য দেবের প্রয়াণে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad