নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান :- দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়ল বর্ধমানেও। এদিন সবকটি ব্যাংকেই কাজকর্ম করা থেকে বিরত থাকেন ধর্মঘটীরা। সরকারি ব্যাংক ছাড়াও বেসরকারি ব্যাংকগুলির সামনেও পিকেটিং ও অবস্থান চলে। স্টেট ব্যাংক (SBI) সহ সরকারি ব্যাংকগুলির সামনে ব্যাংক কর্মী সংগঠনের কর্মীরা জড়ো হয়ে তাদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন।
আরো পড়ুন:- কল্যানেশ্বরী মন্দির পরিদর্শন করলেন আসানসোল পৌর নিগমের কমিশনার নিতীন সিংঘানিয়া
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ও অন্যান্য ব্যাংককর্মী সংগঠন সারা ভারতেই আন্দোলনে নেমেছেন।ধর্মঘটীদের পক্ষের প্রবীর সরখেল জানান, কেন্দ্রীয় সরকার ব্যাংক বেসরকারি করার চেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে। এই দুদিনের অসুবিধার জন্য তারা দুঃখিত। কিন্তু ব্যাংক বেসরকারিকরণ হয়ে গেলে সাধারণ মানুষের কষ্টের আমানত সুরক্ষিত থাকবে না।এই কর্মসূচিতে ব্যাংক কর্মীদের সাথে আধিকারিকরাও সামিল হয়েছেন।