শুভময় পাত্র বোলপুর:- 'চলো স্কুলে যাই' স্কুলছুটদের স্কুলমুখী করতে উদ্যোগী হল রাজ্যের শিশু সুরক্ষা দপ্তর৷ সচেতনতার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হবে৷ সেই ট্যাবলোর সুচনা হল বোলপুর থেকে৷ এদিন বোলপুর মহকুমা শাসকের দপ্তর থেকে 'চলো স্কুলে যাই' ট্যাবলোর সূচনা করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।
কোভিড পরিস্থিতির জন্য প্রায় দুই বছর বন্ধ ছিল স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৬ নভেম্বর থেকে আংশিক স্কুল, খোলা হয়েছে। কিন্তু, পরিস্থিতির শিকার হয়ে স্কুল ছুট হয়েছে বহু পড়ুয়া। পড়াশোনা ছেড়ে কর্মজীবনে চলে গিছে অনেকেই৷
আরো পড়ুন:- পাণ্ডবেশ্বরের দান্য ময়দানে অনুষ্ঠিত হল সঞ্জয় ও বিশাল মেমোরিয়াল ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা
সেই সমস্ত পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগী হল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন৷ রাজ্যের প্রতিটি গ্রাম, শহরে সচেতনতামূলক 'চলো স্কুলে যাই' ট্যাবলো ঘুরবে৷ তাতে লেখা রয়েছে বিভিন্ন শিক্ষামূলক বার্তা। বীরভূমের বোলপুর থেকে রাজ্য সরকারের এই কর্মসূচির সূচনা হল এদিন৷ বোলপুর মহকুমা শাসকের দপ্তর থেকে এই ট্যাবলোর সূচনা করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। ছিলেন মহকুমা শাসক অয়ন নাগ৷ সাত দিন ধরে বোলপুরে বিভিন্ন জায়গায় ঘুরবে এই ট্যাবলো।
অনন্যা চক্রবর্তী বলেন, পরিস্থিতির চাপে অনেকেই স্কুল যাচ্ছে না। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অভিবাবকেরাও তাদের ছেলেমেদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে৷ এই সব বিষয়েই আমরা সচেতন করছি৷