তনুশ্রী চৌধুরী,পানাগড়:- আগামী ৫ ডিসেম্বর পানাগড়ে ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস সংগঠনের শাখার সূচনা হবে।একটি সভার মাধ্যমে এই শাখার সূচনা করবেন রাজ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা সাংসদ দোলা সেন।এছাড়াও উপস্থিত থাকবেন ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভি বি সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানকে সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় পানাগড় স্টেশন সংলগ্ন রেল কলোনি এলাকায় সভা অনুষ্ঠিত হলো পানাগড় শাখার পক্ষ থেকে।
পানাগড় শাখার জেলারেল সেক্রেটারি চন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন এখনো তাদের কোনো দলীয় কার্যালয় নেই তাই কোনো রকমের এক রেল কর্মীর বাড়িতেই সভা টি করছেন। পানাগড়ে নতুন শাখার সূচনা হওয়ার পরই তারা রাজ্য সভাপতির কাছে দলীয় কার্যালয়ের ব্যবস্থার জন্য আবেদন করবেন। তার ফলে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে তারা দলীয় কার্যালয়ে এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যে অন্যান্য সংগঠন থেকে বহু কর্মী তাদের সংগঠনে যোগ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। আগামী দিনে সংগঠনকে মজবুত করে তারা শ্রমিকদের নানান দাবী নিয়ে আন্দোলনে নামবেন।
আরো পড়ুন:- রাইস মিলের জলে ক্ষতিগ্রস্ত ধান জমি, চাষিদের মাথায় হাত, এলাকায় পরিদর্শনে গেলেন বিধায়ক
এদিন সভা থেকে তিনি বলেন গত দু বছর ধরে রেলের ইউনিয়নের নির্বাচন হয় নি সেই নির্বাচনের দাবি রাখবেন তারা। পাশাপাশি রেলের বেসরকারীকরনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন কর্ম সংস্থানের যে পথ গুলি বন্ধ করে দেওয়া হয়েছে তার বদলে যে কাজটা দু জনের দ্বারা হয় সেই কাজ একজনকে দিয়ে করানো হোচ্ছে এবং এক শ্রমিকের কাজ অন্য শ্রমিককে দিয়ে করানো হোচ্ছে।এই সমস্ত বিষয় গুলি নিয়েও তারা আগামী দিনে আন্দোলন করবেন বলে জানিয়েছেন।