তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। এই নিয়ে এখনো পর্যন্ত ডাকাতির ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত,গত সেপ্টেম্বর মাসের ২৫তারিখে সন্ধ্যায় কাঁকসার ত্রিলোকচন্দ্র পুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির সময় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করার সময় তাপস দত্ত নামের স্বর্ণ ব্যবসায়ী বাধা দিলে তাকে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে ডাকাতি করে ডাকাত দল।
ঘটনার ৭দিনের মাথায় মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় ডাকাতির সাথে যুক্ত ৫জন।ধৃতদের পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের সন্ধান পায় পুলিশ।সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ পানাগড় বাজার থেকে সারিক শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের সামসের গঞ্জ এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
আরো পড়ুন:- ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস সংগঠনের সভা অনুষ্ঠিত হল পানাগড়ে
পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি দুর্গাপুরে ব্যক্তিগত কাজে এসে পানাগড় বাজারে নেমে বর্ধমানের উদ্যেশ্যে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন।সেই সময় পুলিশ তাকে দেখতে পেয়ে গ্রেফতার করে বুধবার বিকালে।ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।আদালত ১৪দিনের জেল হেফাজত এর নির্দেশ দিয়েছে।