সংবাদাতা,পূর্ববর্ধমান:- বলগোনা বাজারে বুধবার নিত্যানন্দপুর চটি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে বেশ কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভ করা হয়। বলগোনা গুসকরা রোডের বলগোনা এলাকায় রাস্তার দু'পাশে বেশকিছু দোকানপাট রয়েছে। পূর্ত দপ্তরের জায়গার উপর দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছে । রাস্তা সম্প্রসারণের জন্য পূর্ত দপ্তর থেকে হকারদের নোটিশ পাঠানো হয় ,ওই সমস্ত দোকানপাট সরিয়ে জায়গা খালি করার জন্য। ইতিমধ্যেই হকার্সরা জায়গা খালি করে দোকানপাট ভাঙতে শুরু করেছেন। বুধবার সকাল থেকেই বলগোনা বাজারে রাস্তার পাশে বসে অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ীরা।
নিত্যানন্দপুর চটি হকার্স ইউনিয়নের সম্পাদক আয়ুব মণ্ডল জানান ,রাস্তার পাশে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। এমত অবস্থায় প্রশাসনের নির্দেশ মেনেই জায়গা খালি করার কাজ শুরু হয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে ২৮ শতক পরিমাণ জায়গা কেনা হয়েছে। সেই জায়গার উপর সরকারিভাবে যাতে স্থায়ী মার্কেট নির্মাণ করে দেওয়া হয় তার জন্যই আমাদের এই অবস্থান বিক্ষোভ। রুজি রুটির স্বার্থে প্রশাসন তাদের দাবি না মানিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। এবিষয়ে তারা পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন ও জেলা পরিষদে স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি।
নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী বলেন, স্থানীয় হকার্সদের আবেদন যাতে গ্রাহ্য হয়, তার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করব। উপ-প্রধানের অনুরোধে অবস্থান-বিক্ষোভ তোলেন হকার্স ইউনিয়নের সদস্যরা।