সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- বুধবার পাণ্ডবেশ্বরের কুমারডিহির গ্রামে শ্রমিক নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের মূর্তির সামনে শিল্যান্যাস হলো হাইমাস্ট টাওয়ারের। শিল্যান্যাস করলেন রানীগঞ্জের বিধায়ক তথা ADDAএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পান্ডবেস্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,পঞ্চায়েতের প্রধান, সহ অন্যান্যরা।
কুমারডিহির ব্যাংকের নিকট এই জায়গাটি উত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা । রাতের অন্ধকারের কারনে প্রাই-ই অসুবিধায় পড়েন স্থানীয়রা । তাই এই জায়গাটিতে হাইমাস্ট বাতির দাবি ছিল দীর্ঘদিনের । অবশেষে সেই দাবি পূরণ হতে চলায় খুশি সকলেই।
হাইমাস্ট লাইট টির জন্য ADDA এর তরফ থেকে অনুমোদন করা হয়েছে 12 লক্ষ টাকা,এমনটাই জানিয়েছেন পান্ডবেস্বরের বিধায়ক ।খুব শীঘ্রই লাইট লাগানোর কাজ সম্পুর্ন হবে বলে তাপস বাবু জানান।