সংবাদাতা,পূর্ব বর্ধমান:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।বুধবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কের বর্ধমানের মেটাল ডিভিসি এলাকায় দুর্ঘটনা ঘটে।লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহীর। মৃত দুই বাইক আরোহীর নাম মুকেশ দাস(২৩) ও আমন রায় (২৩)।বাড়ি পূর্ববর্ধমানের গলসীর খানো এলাকায়।
বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ গলসির দিক থেকে মোটরসাইকেলে বর্ধমানের দিকে যাচ্ছিল দুই যুবক। ২ নম্বর জাতীয় সড়কের মাটিয়াল ডিভিসির কাছে একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক নিয়ে পরে যায় তারা।
সেই সময় পিছনে থাকা লরিটি মোটরসাইকেল আরোহীদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয় মানুষ দ্রুত তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই যুবকেই মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশি হস্তক্ষেপে দ্রুত ফের স্বাভাবিক হয়ে যায়।