সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ভেজাল সরষের তেল (Mustard Oil) কারখানায় অভিযান পুলিশের।ঘটনায় ভেজাল কারবারি তিনজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মেমারির (Memari) ছিনুইয়ের একটি কারখানায় হানা দেয়। কারখানা থেকে মেমারি থানার পুলিশ ৫২ টি ভেজাল সরষের তেল ভর্তি টিন,৭২ টি খালি টিন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে।
এছারাও বাজেয়াপ্ত করা হয়েছে একটি ভর্তি খাবার তেলের টাঙ্কার। ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। সর্ষের তেলের ঝাঁঝ বাড়ানোর জন্য বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। বুধবার ধৃত তিনজনকে বর্ধমান আদালতে তোলা হয়।