Type Here to Get Search Results !

কাঁকসায় মহিলার হারিয়ে যাওয়া সোনার কানের দুল ফেরত দিয়ে সততার নজির গড়লো সিভিক ভলেন্টিয়ার



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক মহিলার হারিয়ে যাওয়া সোনার কানের দুল ফেরত দিয়ে সততার নজির গড়লো কাঁকসা (Kanksa) ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ার (Civic)।গত কয়েকদিন আগে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার (Banshkopa Toll Plaza) কাছে এক মহিলা বাস থেকে নামার পর তিনি লক্ষ করেন তার একটি কানের সোনার দুল (Gold Ear Ring) খুলে পড়েছে। 


বহু খোঁজাখুঁজির পর তিনি কানের দুলটি খুঁজে না পেয়ে অবশেষে টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার দের জানায়।সিভিক ভলেন্টিয়ার রাও গোটা এলাকা খুঁজতে শুরু করে। অবশেষে কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত ঘোষ ওই মহিলার কাছে তার ফোন নম্বর নিয়ে নেয়। গত দু দিন আগে শেষমেশ ওই মহিলার কানের দুল খুঁজে পায় অমিত ঘোষ নামের ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার।


সোনার কানের দুল খুঁজে পেয়ে প্রথমে অমিত তার সহকর্মীদের জানায় তার পরে ট্রাফিক পুলিশের আধিকারিকদের জানায়। তৎক্ষণাৎ কাঁকসার গোপালপুর পশ্চিম পাড়ার বাসিন্দা কল্পনা সাঁই কে সোনার দুল খুঁজে পাওয়ার কথা ফোন করে জানায় ট্রাফিক পুলিশ কর্মীরা। সোমবার পানাগড় ট্রাফিক গার্ডের অফিসে ওই মহিলাকে ডেকে তার হাতে সোনার কানের দুলটি ফেরৎ দেওয়া হয়।


হারিয়ে যাওয়া সোনার কানের দুল ফেরৎ পেয়ে খুশি ওই মহিলা।তিনি ভাবতেও পারেন নি যে তিনি তার সোনার কানের দুলটি ফেরত পাবেন। তিনি বলেন আজকের দিনেও একজন সৎ মানুষ পাওয়া খুবই দুস্কর।তিনি ট্রাফিক পুলিশের কর্মীদের ও সিভিক ভলেনটিয়ারদের ধন্যবাদ জানিয়েছেন।


ট্রাফিক পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত ঘোষ জানিয়েছেন গত কয়েকদিন আগে এক মহিলা বাস যাত্রী বাস থেকে নামার পর চারিদিকে কিছু একটা খুঁজছিলেন। তা দেখে তিনি ওই মহিলাকে খোঁজাখুঁজির কারণ জিজ্ঞাসা করেন। এরপর তিনি ওই মহিলার সোনার কানের দুল হারিয়ে যাওয়ার বিষয়ে জানতে পারেন। 


ওই মহিলার সাথে তিনিও হারিয়ে যাওয়া দূল খুঁজতে থাকেন। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে তিনি ওই মহিলার কাছ থেকে তার ঠিকানা এবং ফোন নম্বর নিয়ে নেয়। ওই মহিলাকে তিনি আশ্বস্ত করেন যদি দুল খুঁজে পাওয়া যায়। তবে তিনি তাকে ফোন করে ডেকে নেবেন। গত দুদিন আগে অমিত নিজের ডিউটি করার সময় হঠাৎই সোনার কানের দুলটি খুঁজে পায়। 


সোমবার ওই মহিলার হাতে কাঁকসার বিরুডিহায় ট্রাফিক পুলিশের অফিসে ওই মহিলাকে ডেকে তার হাতে হারিয়ে যাওয়া সোনার কানের দুলটি ট্রাফিক পুলিশ কর্মীদের সামনে নিজের হাতেই ফেরত দেয় অমিত।

আরো পড়ুন:- বর্ধমানের নবাবহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুস্কৃতি 

অমিতের সততায় গর্বিত তার সহকর্মীরা ও ট্রাফিক পুলিশের কর্মীরা। অমিতের খবর জানতে পেরে কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি অমিতের এই সততার জন্য অত্যন্ত খুশি। তিনি অমিতের কথা উচ্চ আধিকারিকদের অবশ্যই জানাবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad