Type Here to Get Search Results !

ফের মৌমাছির হানা দুর্গাপুরে, মৌমাছির আক্রমণে জখম ছ জন



নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- ফের মৌমাছির হানা। এবার দুর্গাপুরের (Durgapur) বিধাননগরের ফুলঝোড় মোড়ের কাছে মৌমাছির আক্রমণে জখম ছ জন। সোমবার ফুলঝোরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে মৌমাছির দল একজন স্কুল ছাত্রকে ধরে ফেলে, এরপর আরো পাঁচ জন গুরুতর জখম হয় মৌমাছির হানায় (Bee attack in Durgapur)। 


মাস তিনেক ধরে  দুর্গাপুর বিওজিএল টাউনশীপ সংলগ্ন মেন রাস্তা থেকে দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয় হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত মৌমাছির দলের হানায় অতিষ্ট এলাকার মানুষ, এই ঘটনায় এক পৌঢ়ের মৃত্যু পর্যন্ত ঘটে,জখম হয়েছিলেন আরো বেশ কয়েকজন।


এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সোমবার মৌমাছির হানায় ফুলঝোরে এক ছাত্র সহ ছ জনের জখম হওয়ার ঘটনায় ফের আতঙ্ক শহর দুর্গাপুরে। স্থানীয়  বাসিন্দা লক্ষী হাজরা জানান দুর্গাপুরের ফুলঝড়ের কার্মেল স্কুলের সামনে দিয়ে একটি বাচ্চা যাওয়ার সময় প্রথমে মৌমাছির দল তাকে আক্রমণ করে। মৌমাছির হাত থেকে বাঁচতে রাস্তায় শুয়ে পরে বাচ্চাটি,তাতেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে গায়ের জ্যাকেট খুলে ফেলে দিয়ে রাস্তার ওপর প্রান্তে পালিয়ে প্রাণে বাঁচে সে।  


এর পর এক টিউশন পড়তে আসা ছাত্রকে আক্রমণ করে মৌমাছির দল। এর কিছুক্ষন  পর এক ব্যাক্তি ও এক মহিলা কে আক্রমণ করে মৌমাছির দল বলে জানান তিনি। এর পর আরো দুজন কে মৌমাছির দল আক্রমণ করে বলে জানান তিনি। তিনি জানান এদিন মোট ৬ জন কে আক্রমণ করে মৌমাছির দল। 

আরো পড়ুন:- কাঁকসায় মহিলার হারিয়ে যাওয়া সোনার কানের দুল ফেরত দিয়ে সততার নজির গড়লো সিভিক ভলেন্টিয়ার

এলাকার তিতিবিরক্ত মানুষজন এই অবস্থার জন্য বন দফতরকে দায়ী করেছেন। মৌমাছি আতঙ্ক এখন চেনা নাম হয়ে গেছে দুর্গাপুরের বিধাননগর (Bidhan nagar) এলাকার মানুষজনদের কাছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad