শুভময় পাত্র,বীরভূম:- উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়ার অবনতির কারণে বায়ু পথে না গিয়ে একেবারে রেলপথে উত্তরবঙ্গ সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হাওড়া থেকে শতাব্দি এক্সপ্রেস ধরে তিনি উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন। মাঝপথে পরে বীরভূম, আর বীরভূমে এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন না এমনটা হয়না, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেনের কামরার দরজা থেকেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
আরো পড়ুন:- ভাতার গ্রামীণ হাসপাতালে এক্সরে মেশিনের উদ্বোধন করলেন বিধায়ক
এদিন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানাতে অনুব্রত মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক তথা বীরভূমের মেন্টর অভিজিৎ সিনহা, বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী ও জেলা শাসক বিধানচন্দ্র রায়।