নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব বর্ধমানের ভাতার গ্রামীণ হাসপাতালে এক্সরে মেশিন চালু হল।রবিবার ভাতার গ্রামীণ হাসপাতালে রবিবার এক্সরে মেশিনের উদ্বোধন করলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন মেশিন বসানো হয়েছে।
এক্সরে মেশিন চালু হওয়ায় শুধু ভাতার এলাকার মানুষজন নয় পাশাপাশি ব্লকের মানুষজনও উপকৃত হবেন বলে জানিয়েছেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
আরো পড়ুন:- কাঁকসার গোপালপুর থেকে বেনাচিতি পর্যন্ত SBSTC বাস পরিষেবার সূচনা হলো সোমবার
রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছাড়াও প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিতা ভৌমিক।