নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :- দেশদ্রোহীতা ও প্রতারণার অভিযোগে দুর্গাপুর থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ছত্তিসগড় পুলিসের জালে ধরা পড়লেন ২০১৩ সাল থেকে ফেরার ওই অভিযুক্ত।সূত্র মারফত খবর পেয়ে ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের যৌথ অভিযানে দুর্গাপুরের মহিস্কাপুর এভিনিউ থেকে জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাজু খান। সূত্রের খবর তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী ছিলেন।
সোমবার সকালে ছত্রিশগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার একাউন্টে বিভিন্ন সময়ে জঙ্গী সংগঠনের টাকা আসতো সেই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো সন্ত্রাসবাদী কাজে।২০১৩ সালে ব্যাঙ্গালোর থেকে এক দম্পতিকে জঙ্গি সংগঠনের থেকে আসা টাকা লেনদেনের ঘটনায় গ্রেপ্তার করেছিল বর্তমানে তারা সাজা কাটছেন জেলে।
সেই ঘটনার সূত্র ধরে রাজু খান নামের দুর্গাপুরের ওই বাসিন্দার খোঁজ চালাচ্ছিল ছত্রিশগড় রাজ্যের পুলিশ।সূত্র মারফত খবর পেয়ে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে ২০১৩সালে গ্রেফতার হওয়া দম্পতির একাউন্ট থেকে রাজু খানের একাউন্টে টাকা আসতো।সেই টাকা অন্য জায়গায় পাঠানো হতো। আরও এক ব্যক্তির একাউন্টে টাকা আসতো তারও খোঁজ চালাচ্ছে ছত্রিশগড়ের পুলিশ।ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ৩ দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে।