নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- 'বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে ৫০০ টাকা, আর বাংলার টাকা নিয়ে গিয়ে গোয়ায় মহিলাদের ৫ হাজার টাকা করে দেবার ঘোষণা করা হয়েছে। বাংলার মানুষ সব দেখছেন। বাংলার মানুষকে ভিখারী বানানো হচ্ছে। গোয়ায় যদি ৫০০ টাকা দেবার ঘোষণা করত তাহলে গোয়ার মহিলারা জুতো মারত।' রবিবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে কিষাণ মোর্চার বৈঠকে উপস্থিত হয়ে একথা বললেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।তিনি বলেন,প্রতিদিনই বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার হচ্ছে, কার্যত বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ,তৃণমূল এবং অপরাধীদের মধ্যে একটা অশুভ আঁতাত গড়ে উঠেছে। যা কাম্য নয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, অথচ রাজ্যে মহিলারাই নিরাপদ নন। সায়ন্তন বাবু জানান, তাঁদের সিঙ্গুরে মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। কিন্তু কাল তাঁরা বাঁধবেনই। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে। তিনি জানিয়েছেন, মঙ্গলবার তাঁদের কিষাণ মোর্চার ব্যানারে ঘোষিত কর্মসূচি পালিত হবেই। তিনি বলেন, ফসলের ক্ষতিতে কৃষক আত্মহত্যা করছে। সারের দাম, বিদ্যুতের দাম, পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া হচ্ছে - তাই কৃষকদের স্বার্থে তাঁরা লড়াই করছেন।
কৃষকরা অসহনীয় অবস্থায় রয়েছেন। বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে। সরকারী সহায়ক মূল্য পেতে কাটমানি দিতে হচ্ছে। তাই লড়ছে কৃষক, সঙ্গে থাকছেন তাঁরা। তিনি জানিয়েছেন, সিঙ্গুরের কর্মসূচী মুলত হুগলী,বর্ধমান, নদীয়া জেলাকে নিয়েই। তাই রবিবার বর্ধমানে বিজেপির কিষাণ মোর্চার সঙ্গে বৈঠক করতে বর্ধমানে আসেন সায়ন্তন বসু।
আরো পড়ুন:- পাথর মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা
বর্ধমানের পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করায় তৃণমূল বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছে। এব্যাপারে সায়ন্তনবাবু জানান, বিজেপি চক্রান্ত করলে কেন প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে করবে? তাঁকে কে চেনে? বিজেপি চক্রান্ত করলে অভিষেকের বিরুদ্ধে করবে। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করলে তৃণমূলের কোনো মন্ত্রীই জেলের বাইরে থাকত না।