নীলেশ দাস, আসানসোল :-আসানসোল সাউথ থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা। রাজ্যে ক্ষমতায় এসেই পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। আর সেই প্রকল্পেরই অঙ্গ হিসাবে শনিবার এক সচেতনতা কর্মসূচির মধ্যে দিয়ে এক পদযাত্রা করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা আসানসোল সাউথ ট্রাফিক গার্ড।
এদিন আসানসোল সাউথ থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত ট্রাফিক সচেতনতা রালি অনুষ্ঠিত হলো।শনিবার আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের উদ্যোগে এই সচেতনতা র্যালী করা হয়েছে।
আরো পড়ুন:- পাথর মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা
এই র্যালীর সবুজ পতাকা দেখিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী।এছাড়াও এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক প্রদীপ মন্ডল, এসিপি ট্রাফিক সুকান্ত ব্যানার্জি, এসিপি সেন্ট্রাল মানবেন্দ্র দাস সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।এই র্যালী গির্জা মোড় থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে আশ্রম মোড় গিয়ে শেষ হয়।এদিনের এই র্যালীর মাধ্যমে সকলকেই ট্রাফিক বিষয়ে সচেতন করা হয়েছে।