নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আরোও এক অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ধৃতের নাম ফজল শেখ। বয়স ১৮ বছর।বাড়ির ভাতারের বলগোনা গ্রামে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতারের স্কুলছাত্রীকে বলগোনা গ্রামের বাসিন্দা সাহিরুদ্দিন ও ফজল নামে দুই যুবক টোটোয় ছাপিয়ে ভাতারের আমারুণ গ্রামের একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এই নিয়ে বৃহস্পতিবার রাতেই ওই কিশোরীর মামা ভাতার থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সাহিরুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর ফেরার ছিল ফজল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে ফজলকে বলগোনা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বিচার বিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকাকেও গোপন জবানবন্দির জন্য বর্ধমান আদালতে নিয়ে আসা হয়।