সোমনাথ মুখার্জি, জামুরিয়া :- প্রতি বছর শীত ঘনিয়ে আসার সাথে সাথে খোটাডিহি গ্রামবাসীদের দ্বারা এবং পান্ডবেশ্বর (Pandaveshwar ) লায়ন্স ক্লাবের (Lions Club) সহযোগিতায় খোটাডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে (health center) গরীব ও দুস্থদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও। এছাড়াও জামুড়িয়া (Jamuria) বিধানসভার দুই নম্বর জামুড়িয়া বিধানসভা ব্লকের শ্যামলা এলাকার খোট্টাডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও গরিব-দুঃখীদের শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরে রাম সিং, পাণ্ডবেশ্বর থানার অফিসার ইনচার্জ রবীন্দ্রনাথ দুলে, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কৌশিক মণ্ডল, পাণ্ডবেশ্বর এলাকার জেনারেল ম্যানেজার কিশোর কুমার, সোনপুর বাজারের জিএম মহাপাত্র প্রমুখ।
কোলিয়ারী, মন্ডল ও সিদ্ধার্থ রানা সহ এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক অসিত গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি গরিব-দুঃখীকে বস্ত্র এবং প্রতিবন্ধীদের দুটি হুইল চেয়ারও দেওয়া হয়।