নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- কলকাতা কর্পোরেশনে (KMC) বিপুল জনসমর্থন পেয়ে সেলিব্রেশনের মুডে বর্ধমানের তৃণমূল (TMC) নেতা কর্মীরাও।এছাড়াও নানা এলাকায় কলকাতার কর্পোরেশন ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের উচ্ছাসে মেতে উঠেছে বর্ধমান (Bardhaman) শহরের তৃণমূল কংগ্রেস কর্মীরাও । ফলাফল ঘোষণার পরই সকাল থেকে বর্ধমানের বিভিন্ন জায়গায় সবুজ আবিরে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
পূর্ব বর্ধমান জেলার মহিলা নেত্রী শিখা সেনগুপ্তর উদ্যোগে বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে বিজয় উচ্ছাসে মেতে ওঠেন সকলে। এদিন সেলিব্রেশনের পর মহিলা নেত্রী শিখা সেনগুপ্ত বলেন, কলকাতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বিপুল আস্থা রেখেছেন তারই ফলাফল এটা।তিনি আরো জানান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের জেলা পার্টি অফিসে সমবেত হয়েছি। সকালবেলায় আমরা অত্যন্ত খুশির খবর পেয়েছি।
এটা আমাদের জয়ের উল্লাস ,কলকাতার জনগন আজকে কর্পোরেশন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি যে বিপুল আস্থা রেখেছেন, তাদের আশা-ভরসা এবং বিশ্বাস এর প্রতীক হিসেবে তারা ঢালাও ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, অর্থাৎ আমাদের তৃণমূল দলকে জিতিয়ে দিয়েছেন। তাই আমরা সবাই জয়ের উল্লাসে মেতেছি।
কলকাতা কর্পোরেশন গঠিত হতে চলেছে সেখানে বিপুল সংখ্যক কাউন্সিলর থাকবে আমাদের অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর। সাধারন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আস্থা রেখেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, সমস্ত কলকাতাবাসীকে আমরা জানাই সবুজ অভিনন্দন তারা ভাল থাকুন, সুস্থ থাকুন তাদের শুভেচ্ছা জানাই , তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।
আরো পড়ুন:-পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে ৫ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ, সংসদে মেজাজ হারালেন জয়া বচ্চন
এদিন বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে পথচলতি মানুষদের সবুজ মিষ্টি খাইয়ে ,আবির খেলে উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।