Type Here to Get Search Results !

পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে ৫ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ, সংসদে মেজাজ হারালেন জয়া বচ্চন



ওয়েব ডেস্ক:- পানামা পেপারস (Panama Papers) ফাঁস মামলায় দিল্লিতে (Delhi)এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে হাজির হওয়ার পরে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) গতকাল রাতে মুম্বাই (Mumbai) ফিরেছেন।অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চনের (Jaya Bachchan)পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন 'পানামা পেপারস' (Panama Papers) ফাঁস মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজির হন। দিল্লিতে ইডি-র  অফিসে সংস্থার অফিসাররা  তাকে 5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে। 



ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর অধীনে ঐশ্বরিয়ার বক্তব্য রেকর্ড রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।বলিউড ডিভা এর আগে বিদেশী অর্থপ্রদান সংক্রান্ত রেকর্ড জমা দিয়েছিল বলে জানা গেছে।  ইডি এবং RBI-এর লিবারলাইজড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে 2004 সাল থেকে তাদের বিদেশী রেমিটেন্স ব্যাখ্যা করতে বলে বচ্চন পরিবারকে নোটিশ জারি করা হয়েছিল।



এদিকে সংসদে এই নিয়ে সংসদে মেজাজ হারালেন ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চন।সোমবার সংসদে মাদকের সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। সেই সময়ই ১২ জন বিরোধী সংসদ সদস্যকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন জয়া বচ্চন। আর তা করতে গিয়েই বিজেপির সংসদ সদস্যদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন তিনি। স্পিকারের কাছে জানতে চান, তারা কীভাবে ব্যক্তিগত বিষয়  নিয়ে মন্তব্য করতে পারেন? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। খুব শিগগিরই বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে বলে অভিশাপও দেন। 

আরো পড়ুন:- স্পেনের লা পালমায় অগ্নুৎপাতের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন রোনাল্ডো


প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে পানামা পেপারস ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক পর্যায়ে  টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও। এই মামলাতেই সোমবার ইডির দপ্তরে হাজিরা দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad