ওয়েবডেস্ক:- বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে ক্যারিয়াজুড়ে যেমন প্রচুর পরিমাণ আয় করেছেন, তেমনই দানের বেলাতেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) উদার। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (Lionel Messi) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই সুপারস্টারই মুক্ত হস্তেই দান করেন।এবার তেমনই একটি কাজ করলেন পর্তুগিজ তারকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(CR7)।
স্পেনের লা পালমায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁচার জন্য বাড়িঘর ছাড়তে হয় বেশির ভাগ মানুষকে। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়। তাদের সাহায্য করতে রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর সই করা পর্তুগাল দলের একটি জার্সি নিলামে তুলবেন। জার্সিটি বিক্রি করে যে অর্থ পাওয়াযাবে তা সরাসরি স্পেনের লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে।
আরো পড়ুন:- পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে ৫ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ, সংসদে মেজাজ হারালেন জয়া বচ্চন
স্প্যানিশ সংবাদমাধ্যম এর সূত্রে জানাগেছে, ২৪ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। তবে পর্তুগালের কোন ম্যাচের জার্সি রোনাল্ডো (CR7) নিলামে তুলেছেন, তা জানা যায়নি। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন।দেশের হয়ে নিজের যে জার্সি রোনাল্ডো নিলামে তুলবেন, সেখানে তাঁর সই আছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে তাঁর হাতে লেখা একটি বার্তাও, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’