Type Here to Get Search Results !

একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন আশাকর্মীরা


নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বর্ধমান শহরের বুকে বড় জমায়েত করে মিছিল করলেন পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার আশাকর্মীরা (Asha Worker)। তাদের রাজ্য সম্পাদিকার দাবি, অবিলম্বে তাদের প্রতি চলে আসা বঞ্চনার অবসান না ঘটলে আরো বড় আন্দোলনে যাবেন তাঁরা। 


এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা বর্ধমান শহরের টাউন হলে (Bardhaman Town Hall) জমায়েত হন।  এরপর আশাকর্মীরা শহর পরিক্রমা করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে নিজেদের দাবিসংবলিত ডেপুটেশন দেন।


এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমেতারা খাতুন জানান; আশাকর্মীদের মূল কাজ  গর্ভবতী মা ও শিশুর জন্য পরিষেবা দেওয়া। কিন্তু তাদের দিয়ে নানা প্রকল্পের কাজ করানো হয়। কোভিড সংক্রমণের সময়ে তারাই সামনের সারিতে থেকে কাজ করেছেন। 

আরো পড়ুন:- কলকাতা কর্পোরেশন নির্বাচনে  বিপুল জনসমর্থন পেয়ে সেলিব্রেশনের মুডে বর্ধমানের তৃণমূল নেতা কর্মীরাও 

তাদের কোনো স্থায়ী বেতন কাঠামো নেই। তাদের দাবি; ন্যূনতম একুশ হাজার টাকা বেতন দিতে হবে। দিতে হবে কর্মীর মর্যাদা। এ দাবি না মানা হলে রাজ্যস্তরে বড় আন্দোলনে যাবেন তাঁরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad