নীলেশ দাস, আসানসোল:- কয়লা পাচারকাণ্ডে (Coal smuggling Case) অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের আবারও জেল হেফাজতের নির্দেশ দিলো আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol CBI Court)। সূত্রের খবর বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি রয়েছে বিকাশ মিশ্র (Bikash Mishra)। আর তাই সশরীরে আজও আদালতে উপস্থিত থাকতে পারেননি তিনি। আর বিকাশের শারীরিক অসুস্থতার কারণে আদালতের কাছে জামিনের আবেদন জানান বিকাশ মিশ্রের আইনজীবী। কিন্তু সেই আবেদনের বিরোধীতা করে সিবিআইয়ের আইনজীবী। আর সব দিক বিবেচনা করে আদালত বিকাশ মিশ্রকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন। এবং আগামী ০৫ ই জানুয়ারি আবার তাকে আদালতে পেশ করবার নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত বিকাশ মিশ্র কে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে গত ১৩ ই ডিসেম্বর হাজির করা হলে বিচারক তাকে দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এবং সেই মত আজ তাকে পুনরায় আদালতে পেশ করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আজ হাজির থাকতে পারেন নি। বুধবার আবারও কয়লা কান্ডে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালত।যদিও অসুস্থতার কারণে বিকাশ মিশ্রকে বুধবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়নি।
বিকাশ মিশ্রর আইনজীবী (Lawyer) সোমনাথ চট্টরাজ বলেন, আজ বিকাশ মিশ্র আদালতে উপস্থিত হওয়ার দিন ছিল কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন এসএসকেএম-এ ভর্তি আছেন। আজ একটা এপ্লিকেশন দেওয়া হয়েছিল বিকাশ মিশ্রর শারীরিক অবস্থার কথা বিবেচনা করা হোক ।কিন্তু সেই আবেদনের বিরোধীতা করে সিবিআইয়ের আইনজীবী। সব দিক বিবেচনা করে আদালত বিকাশ মিশ্রকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন। এবং আগামী ০৫ ই জানুয়ারি আবার তাকে আদালতে পেশ করবার নির্দেশ দেন আদালত।সিবিআই আইনজীবী (CBI lawyer) বিচারকের কাছে আবেদন করেছেন, চিকিৎসকদের একটি দল গঠন করা হোক। আর বিকাশ মিশ্রকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা হোক। তারপর আদালতে তাঁকে হাজির করানো হোক। তবে এই বিষয়ে এখনও কোনও নির্দেশ জারি দেননি বিচারক।