Type Here to Get Search Results !

বেআইনি পোস্ত চাষ রুখতে লাউদোহা-র ফরিদপুর থানার উদ্যোগে সচেতনতা প্রচার



সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- বেআইনি পোস্ত চাষের প্রবণতা রুখতে সচেতনতা প্রচার চালানো হলো পুলিস প্রশাসনের পক্ষ থেকে । এই কর্মসূচি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর ও গৌরবাজার  এলাকায় । প্রচার অভিযানে উপস্থিত ছিলেন লাউদোহার ফরিদপুর থানার আধিকারিক পলাশ মন্ডল ও এসিপি অন্ডাল তাহিদ আনোয়ার   সহ অন্যান্য পুলিশ কর্মীরা । 


উল্লেখ্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের  অজয় নদী সংলগ্ন বিভিন্ন চর, মানা এলাকায় পোস্ত চাষের প্রবণতা দেখা যায় প্রতিবছর । বেআইনি পোস্ত চাষের খবর পেলে অভিযান চালানোও হয় প্রশাসনের পক্ষ থেকে । নষ্ট করা হয় পোস্ত গাছ । প্রশাসনের কড়া নজরদারি ও সচেতন ও তার ফলে এইসব এলাকাগুলিতে পোস্ত চাষের প্রবণতা কমেছে বলে দাবি স্থানীয়দের ।

আরো পড়ুন:-  বর্ধমানের ১০৮ শিবমন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী 

শীতের মৌরসুমে পোস্ত চাষ শুরু হয় । তাই এবার আগেভাগেই সচেতনতা প্রচারে নেমেছে প্রশাসন । পোস্ত চাষ বেআইনি, দন্ডনীয় অপরাধ এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এদিনের অভিযান বলে পুলিশ সূত্রের খবর ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad