Type Here to Get Search Results !

‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন পাঞ্জাবের হারনাজ সান্ধু



ওয়েবডেস্ক :- ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন পাঞ্জাবের হারনাজ সান্ধু। ২১ বছর পর খেতাবটি জিতলেন পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন লারা দত্ত। তাঁর আগে  সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন।


চণ্ডিগড়ে জন্ম নেওয়া হারনাজ পরিচিতি পেয়েছেন মূলত ফ্যাশন মডেল হিসেবেই,২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। পাঞ্জাবি ভাষার দুটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন।হারনাজের মা একজন গাইনি চিকিৎসক। তাঁর অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে।এর আগে 'মিস দিভা-২০২১', 'ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯' সহ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হারনাজ সান্ধু। 


গতকাল রবিবার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ সান্ধু।হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।


প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন যথাক্রমে প্যারাগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। শেষ তিন রাউন্ডের অংশ হিসেবে প্রতিযোগীদের জিজ্ঞাসা করা হয়েছিল, আজকের তরুণ সমাজ যে চাপের মুখোমুখি হচ্ছে তা মোকাবিলা আপনি কী পরামর্শ দেবেন।

আরো পড়ুন:- বেআইনি পোস্ত চাষ রুখতে লাউদোহা-র ফরিদপুর থানার উদ্যোগে সচেতনতা প্রচার

এ বিষয়ে হারনাজ বলেছিলেন, সবার আগে নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের অধিকার নিয়ে অধিকার নিয়ে কথা বলতে হবে। কারণ যে কোনো ব্যক্তিই তার জীবনের নেতা। আমিও নিজেকে বিশ্বাস করতাম। তাই আমিও আজ এখানে দাঁড়িয়ে আছি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad