নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- ফের মৌমাছির আতঙ্ক ছড়ালো দুর্গাপুরে। বেশ কয়েক মাস আগে দূর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় মৌমাছির কামড়ে আহত হয়ে, পর়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। ফের একই জায়গায় শুক্রবার মৌমাছির দ্বারা আক্রান্ত হলেন এক প্রৌঢ়। শুক্রবার সকালের ঘটনা। ফুলজোর এলাকা থেকে বিওজিএল কলোনি এলাকায় কাজে যাচ্ছিলেন বৈদ্যনাথ রায় নামে এক প্রৌঢ়।
দূর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এর পাশের রাস্তায় যাওয়ার সময় আচমকা মৌমাছির দল প্রৌঢ়কে আক্রমণ করে বসে। শরীরে হুল ফোটানোর পাশাপাশি কানের ভিতর ঢুকে যায় একটি মৌমাছি। আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান ওই প্রৌঢ়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লাবে নিয়ে যায়। পরবর্তীকালে তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাবাসীর মনে। ওই একই রাস্তা দিয়ে দুর্গাপুর মহাবিদ্যালয় এবং মাইকেল কলেজের বহু পড়ুয়ারা প্রতিনিয়ত যাতায়াত করেন ।
এই কলেজ যাবার রোড ধরে কলেজে পড়ার সুবাদে তাদের যাতায়াত এই কলেজ রোড ধরে তাদের একাংশকে একাংশ কে লক্ষ্য করে মৌমাছিরা ঘিরে ধরে , মৌমাছির কবলে পড়েন বেশ কয়েকজন ছাত্র ছাত্রী , দিনের-পর-দিন মৌমাছির আক্রমণে নাজেহাল হয়ে পড়েছে কলেজ পড়ুয়া থেকে সাধারণ নিত্যযাত্রীরা।
এই মৌ মাছির আক্রমণ বিষয়ে দুর্গাপুর নগর নিগম ও বনদপ্তর দাঁড়া যৌথভাবে মৌমাছি গুলোকে সরানোর ব্যবস্থা করা হবে বলে জানান স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবব্রত সাই।