তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বৃহস্পতিবার থেকে কাঁকসার বামুনারা শিল্পতালুকে বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে বসেন কারখানার ঠিকা শ্রমিকরা। ঠিকা শ্রমিকদের অভিযোগ গত কয়েক মাস ধরে তাদের বকেয়া বেতন পান নি।গত কয়েকমাস আগে নতুন ঠিকাদার আসায় তাদের অনেক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
পুনরায় কাজে যোগদান করানোর ও বকেয়া বেতনের দাবিতে প্রায় ৫০জন ঠিকা শ্রমিক বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়। ঠিকা শ্রমিকরা জানিয়েছেন বেতন না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরো পড়ুন:- TATA Metaliks-এ অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে অ্যাপ্রেন্টিস নিয়োগ
শুক্রবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে বিক্ষোভ সামাল দেয়।শ্রমিকরা জানিয়েছেন কাঁকসা থানার পুলিশ তাদের আশ্বাস দিয়েছে এই বিষয়ে শনিবার সকাল ১১টা নাগাদ কারখানা কর্তিপক্ষের সাথে শ্রমিকদের নিয়ে বৈঠক করবে।পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ উঠিয়ে নেয়।