Type Here to Get Search Results !

ঘূর্ণিঝড় জাওয়াদ এর হাত থেকে বাঁচতে আসানসোলের বন্যা কবলিত এলাকার মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছেন



নীলেশ দাস, আসানসোল :-ঘূর্ণিঝড় জাওয়াদ সম্পর্কে বাংলায় সতর্কতা,মাইকিং করে বন্যা কবলিত ও উপকূলীয় এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ।মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে।ঝড় মোকাবিলায় এনডিআরএফ-এর ১৬টি দল রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।বিমান পরিষেবা বন্ধ থাকবে, রেলওয়ে 95টি ট্রেন বাতিল করেছে,সাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে।  


এই কারন,ঝড় আসার আগে পশ্চিমবঙ্গের বন্যাকবলিত ও উপকূলীয় এলাকায় বসবাসকারী লোকজনকে সুরক্ষিত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  যার জন্য লাগাতার মাইকিংও করা হচ্ছে।এর আগেও আম্ফান, যশ এবং আইলার মতো ঘূর্ণিঝড় বাংলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।যার সর্বনাশ থেকে রাজ্যের মানুষ এখনও কাটিয়ে উঠতে পারেনি।  এমতাবস্থায় আরেকটি ঝড় জাওয়াদের আগমনে জনমনে আতঙ্ক বিরাজ করছে।  


এমন পরিস্থিতিতে একদিকে যেমন আসানসোলের বন্যা কবলিত এলাকার মানুষ নিজেদের জীবন রক্ষার তাগিদে নিজেদের জিনিসপত্র নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা গেছে।অন্যদিকে প্রকৃতির এই বিপর্যয় বন্ধ করতে এবং ভগবান ইন্দ্রকে পুজো করছেন আসানসোলের মানুষ। পাশাপাশি চলছে মহাকালের ভগবান শিবের যজ্ঞ ও পূজার আয়োজন।  আর প্রকৃতির এই বিপর্যয় বন্ধ করার জন্য হাত জোড় করে ভগবান শিবের সামনে প্রার্থনা করছেন। ভগবানের কাছে তাদের একটাই প্রার্থনা, প্রকৃতির এই সর্বনাশ বন্ধ করুন।  


পাশাপাশি রাজ্য পুলিশ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, পূর্ব মেদিনীপুরের দিঘা ও কন্টাই, পশ্চিম মেদিনীপুরের খড়কপুর ও ঘাটাল, উত্তর 24 পরগনার সন্দেশখালি, হুগলি জেলার আরামবাগ, মুর্শিদাবাদের বহরমপুর, হাওড়া। মালদহ, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে পুলিশ মাইকিং-এর মাধ্যমে জনগণকে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার আবেদন করেছেন।  


শুধু তাই নয়, ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় এনডিআরএফ-এর প্রায় 16 টি দল বাংলায় মোতায়েন করা হয়েছে।  রাজ্যের এই জেলাগুলিতে তাদের প্রস্তুত রাখা হবে এবং ঘূর্ণিঝড় জাওয়াদের প্রতিটি মুহূর্তে তারা কাজ করবেন।  এছাড়াও, এনডিআরএফ-এর দুটি দল আলাদাভাবে রিজার্ভে রাখা হবে, যা প্রয়োজন অনুসারে ব্যবহার করা হবে।  


এর পাশাপাশি কলকাতা থেকে  বিমান পরিষেবাগুলিও বন্ধ থাকবে, রেল যাত্রীদের সুরক্ষার বিবেচনায় প্রায় 95 টি ট্রেনের যাত্রা বাতিল করেছে।  ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ওড়িশা ও দক্ষিণ ভারতগামী ট্রেন বাতিল করা হয়েছে।  যার মধ্যে দক্ষিণ রেলওয়ে আপ লাইনে 49টি এবং ডাউন লাইনে 46টি ট্রেন বাতিল করেছে।

আরো পড়ুন:- ফের দুর্গাপুরে মৌমাছির দ্বারা আক্রান্ত হলেন এক প্রৌঢ় 

একই সঙ্গে আবহাওয়া দপ্তরও ইতিমধ্যে জানিয়েছে যে রাজ্যের এই জেলাগুলিতে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল বাতাস বয়ে যাবে, সাথে মুষলধারে বৃষ্টি হবে।  যার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  ঘূর্ণিঝড় জাওয়াদ আগামী ২৪ ঘণ্টায় আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad